আমার প্রতিদিন অনেক মেইল আদান প্রদান করি ইংরেজীতে ।আমরা অনেক মেইল পাই ইংরেজীতে কিন্তু অনেকে সঠিক অর্থ বুঝেনা ।তাই আমরা যদি বাংলায় মেইল করতে পারি তাহেলে কেমন হয় ...।আপনি যদি আপনাকে ইংরেজি তে মেইল করে তাহলে আপনি তা বাংলায় দেখতে পাবেন ।আবার ইচ্ছা করলে ইংরেজি তেও দেখতে পাবেন ।যে যে সাইট থেকে বাংলা মেইল পাঠাতে পারবেন তাহল :
deshimailepatra
ajjhor
banglalive
banglaexpress.
bornsoft
আমি এখন দেশ মেইল থেকে কিভাবে মেইল পাঠাতে হয় তা লেখব ।প্রথমে লগিন করুন deshimail. তারপর নতুন ইউজার হিসেবে রেজিষ্টেশন করুন এবং একটি ইমেইল একাউন্ট খুলুন ।তারপর ইউজার নেইম ও পাসওর্য়াড দিয়ে লগিন করে New তে ক্লিক করে আপনার লেখা লিখন ।তারপর subject এ নাম ও To তে address লিখুন ।আপনি লেখা যদি লেখন Hay তাহলে বাংলায় দেখতে পাবেন হায় ।আর এটায় হচ্ছে এই ওয়েব মেইলের প্রধান আকর্ষন ।আপনি লেখবেন ইংরেজি তে আর লেখা হবে বাংলাতে ।
0 comments:
Post a Comment