আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা কোন না কোন সময়ে ইয়াহু! ম্যাসেঞ্জার ব্যবহার করেছি। সবচেয়ে জনপ্রিয় এই ম্যাসেঞ্জারের সাহায্যে টেক্সট চ্যাটিং, ভয়েস চ্যাটিং এবং ভিডিও চ্যাটিংসহ সহজে ফাইল ট্রান্সেফার করা যায়। তবে ইয়াহু! ম্যাসঞ্জোরের পুরাতন সংস্করণের মূল ইনষ্টলার দ্বারা সহজে ইনষ্টল করা গেলেও নতুন সংস্করণ ৯.০ (msgr9us) ডাউনলোড করলে ৪৩৫ কিলোবাইট ডাউনলোড হয় এবং ইনষ্টল করার সময় ইন্টারনেট থেকে প্রয়োজনীয় মূল ফাইলটি টেম্পোরারীতে ডাউনলোড হয়ে ইনষ্টল হয়ে থাকে। পূর্বের সকল সংস্করণ ইন্টারনেটের সংযোগ ছাড়া ইনষ্টল করা গেলেও নতুন সংস্করণ ৯.০ ইন্টারনেট সংযোগ ছাড়া ইনষ্টল করা যায় না। অর্থাৎ আপনাকে প্রতিবার ইনষ্টল করার সময়ে ১৪ মেগাবাইট মত ডাউনলোড করতে হচ্ছে।
এ থেকে সহজে বাচাঁর উপায় হচ্ছে যখন ইয়াহু! ম্যাসেঞ্জার ৯.০ ইনষ্টল করবেন তখন দেখবেন টেম্পোরারী ফোল্ডারে (রানে গিয়ে %temp% লিখে এন্টার করলে আসবে) ৪১১০২০৬ বা এধরণের একটি ফোল্ডার তৈরী হয়েছে এবং তাতে ymsgr_inst_us.exe নামের মূল ম্যাসেঞ্জার ডাউনলোড হচ্ছে (যা ইনষ্টল করার সময় দেখা যাবে), এছাড়াও কিছু ডিএলএল ফাইলও ডাউনলোড হয়। এটি ডাউনলোড হওয়ার পরেই ইনষ্টল হয় এবং সয়ংক্রিয়ভাবে উক্ত ইনষ্টলারটি মুছে যায়। আপনি যদি টম্পোরারীতে ডাউনলোড (৯৮ পার্সেন্ট) শেষে এবং ইনষ্টল শেষ হওয়ার আগে উক্ত টেম্পোরারী ফোল্ডার কপি করে রাখতে পারেন তাহলে উক্ত ymsgr_inst_us.exe নামের মূল ম্যাসেঞ্জার দ্বারা পরবর্তীতে ইন্টারনেটের সংযোগ ছাড়ায় এক মিনিটে ইয়াহু! ম্যাসেঞ্জার ৯.০ ইনষ্টল করতে পারবেন। আর আপনি এসব ঝামেলা করতে না চাইলে Download থেকে উক্ত প্যাক ডাউনলোড করে সহজেই ইয়াহু! ম্যাসেঞ্জার ৯.০ ইনষ্টল করতে পারবেন।
Link
Search
Custom Search
Submit your tune
Saturday, 30 January 2010
ইন্টারনেট ছাড়ায় ইয়াহু! ম্যাসঞ্জোর ৯.০ ইনষ্টল করা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment